সুপার ফোরে টানা পরাজয়ের বৃত্তে বাংলাদেশ। যদিও আজকের ম্যাচ নিয়ে বেশ প্রত্যাশা ছিলো সবারই। ম্যাচটা যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। সে হিসেবে প্রত্যাশা ছিলো জয় আসা অসম্ভব কিছু নয়।
অস্ট্রেলিয়াকে বেশ শক্ত প্রতিপক্ষ মনে করলেও ভারতের বিপক্ষে ম্যাচে সবসময় টানটান উত্তেজনা থাকে সবারই। এই ম্যাচেও যার ব্যতিক্রম ছিলোনা। তবে প্রত্যাশার চেয়ে অনেক বেশিই সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের বোলিং তান্ডব আজ ভারতকে মোটামুটি সংগ্রহে আটকাতে পারেনি। বিরাট, ঋষভ ও শীভমের ত্রিশ+ রানের ক্যামিও ইনিংস, পান্ডিয়ার অর্ধশত রানের ইনিংসে ভর করে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শান্ত, তামিম, রিয়াদ বাদে কেউই ব্যাট হাতে কিছু করতে পারেনি। ফলাফলস্বরূপ বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে। ভারত ৫০ রানে জয় পায়। প্রতিটা বড় আসরেই আমাদের প্রত্যাশা থাকে বেশি। কিন্তু ব্যাটিং দুর্বলতা আমরা কিছুতেই কাটিয়ে উঠতে পারছিনা। ক্রিকেট দলীয় খেলা। কিন্তু বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করলেও ব্যাটাররা নিজেদের সর্বোচ্চ দিতে পারছেন না। যার ফলে পরাজয় বরণ করতে হচ্ছে সহজ ভাবেই।
সুপার ফোরে এখনও আরও ম্যাচ বাকি। তবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ জাগছে ব্যাটিং ইউনিটের দুর্বলতা দেখে। বাকিটা সময় বলে দিবে কি হতে চলেছে। সুপার এইটেই বাংলাদেশের রথ থেমে যাবে নাকি সামনে আগাবে।