অল্পকিছু রানের আক্ষেপ আর একজন ব্যাটার। ট্রাভিস হেড একাই টেনে নিয়ে গেছেন অস্ট্রেলিয়াকে। সবাই যখন একে একে ফিরছিলো এপাশ আগলে রেখে তিনি সমানে বুক চিতিয়ে ইনিংস খেলে গেছেন। অল্প সময় টিকে থাকলে হয়তো আবারও অবিস্মরণীয় জয় আসতো তার হাত ধরেই৷
ভারতের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ২৪ রানের ব্যবধানে জয় পরাজিত হয়েছে অজিরা। অথচ ম্যাচ অজিদের হাতেই ছিলো। ওয়ার্নার ফেরার পর মার্শকে নিয়ে ইনিংস খেলে যাচ্ছিলেন হেড। সেখান থেকে মার্শ ফেরার পর ম্যাক্সওয়েলকে নিয়ে আবারও পার্টনারশিপ গড়েন হেড। এ যাত্রায় ভালোভাবে আগাতে থাকলেও কুল দ্বীপের আঘাতে ম্যাক্সওয়েল ফিরলে জয়ের আশা কিছুটা ক্ষীণ হয়ে যায়। তবে হেড তখনো দলের ভরসা। কিন্তু ১৭তম ওভারে হেড শটে খেলতে গিয়ে ক্যাচআউট হলে অজিদের জয়ের আশা পুরোপুরি ম্লান হয়ে যায়। শেষ দিকে খুব দ্রুত ইনিংস আগালেও ১৮১ রানেই থেমেছে অজিদের ইনিংস। হেড টিকে থাকলে হয়তো ফলাফল ভিন্নও হতে পারতো।
এর আগে টসে ললহেরে ব্যাটিংয়ে নামে ভারত। রোহিতের বিধ্বংসী ইনিংসে ভারত ২০৫ রানের সংগ্রহ পায়। ৪১ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিরেন রোহিত। তাকে ছোট ছোট ক্যামিও ইনিংস খেলে সঙ্গ দেন সূর্য, শীভম এবং হার্দিক। যার ফলে বড় সংগ্রহ পায় ভারত।
অস্ট্রেলিয়া হারাতে সেমিফাইনালের সমীকরণ আরেকটু জটিল হলো। এখন অপেক্ষা বাড়লো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত। যার উপর নির্ভর করছে কারা সেমিতে যাবে।