Google search engine

শুরু হয়েছে সবচেয়ে বড় বৈশ্বিক ক্রিকেট আসর বিশ্বকাপের কাঙ্ক্ষিত ফাইনাল। প্রথমবারের মতো ফাইনালে প্রোটিয়ারা। অন্যদিকে, ভারত দ্বিতীয় শিরোপা জয়ের অপেক্ষায় আছে। টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত।

ব্রিজ টাউনে বাংলাদেশ স্থানীয় সময় রাত ৮:৩০ এ মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দুই দলই ফাইনাল জিততে মুখিয়ে আছে। টানা জয় নিয়ে সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে এসেছে প্রোটিয়ারা। বহুবছরের তৃপ্ত বাসনা কাঙ্ক্ষিত ফাইনাল হাতের মুঠোয় পেয়ে উচ্ছ্বসিত সবাই। নিজেদের প্রথম ট্রফি তুলে নিয়ে পুরোপুরি চোকার্স তকমা ঘোচাতে প্রস্তুত প্রোটিয়ারা।

অন্যদিকে, দীর্ঘ সময় ধরে মেজর কোন ট্রফি জেতেনি ভারত। ভারত বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়া বাগিয়ে নেয় ট্রফি। যার ফলে ঘরের মাঠে ট্রফি রেখে দেওয়া সম্ভব হয়নি ভারতের। এবার পুরো আসরে অপরাজিত থেকে আবারো ফাইনালে ভারত। এবার হয়তো আর ভুল করবেন না অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তিনি। এবার অধিনায়ক হিসেবে কিছু দেওয়ার পালা। উঠবে কি তার হাতে ভারতের দ্বিতীয় শিরোপা? দীর্ঘ এক যুগের ট্রফি খরা কি ঘুচবে?

তথ্যমতে, এ পর্যন্ত হওয়া সব টি-২০ বিশ্বকাপ ফাইনালে আগে টসে জিতে ব্যাট করা টিম জিতেছে। ভারত টসে জিতে ব্যাটিং নিয়েছে। এবার ভাগ্য ভারতের সহায় হবে নাকি মার্করামের অপ্রতিরোধ্য প্রোটিয়া টিমের হাতে উঠবে তাদের প্রথম ট্রফি তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে দু’দল:

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরিজ শামসি।

Google search engine