বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর মিরপুরে ফিরেছে টেস্ট ক্রিকেট। দুঃস্বপ্নের ভারত সফর শেষে নিজেদের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে টাইগাররা।
বাংলাদেশ এই ম্যাচে এক পেসার এবং তিন স্পিনার নিয়ে খেলছে। অভিষেক হয়েছে জাকের আলী অনিকের। সিনিয়র তারকা মুশফিকুর রহিম জাকির কে টেস্ট ক্যাপ পড়িয়ে দিয়েছেন। একাদশে নেই তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। ইনজুরি থেকে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।