
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলকে ১৯ রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা এ দল।
আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে শুরুতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা এ দল। ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু করে লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন পবন রত্নায়েকে। সবশেষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ টি করে উইকেট নেন রিপণ মন্ডল এবং রেজাউর রহমান রাজা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও প্রথম উইকেট হারানোর পর আর ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে রনি সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস। লঙ্কানদের হয়ে দুশান্ত সর্বোচ্চ ৩টি উইকেট নেন। লঙ্কানরা ১৯ রানে জয় পায়।
৩ ম্যাচের ২টিতে পরাজিত হয়ে বর্তমানে গ্রুপ পর্বে গ্রুপ এ তে ৩য় স্থানে আছে বাংলাদেশ। ৪পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে আফগানরা। প্রথম স্থানে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে ১ম স্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা।