Google search engine

প্রথম ইনিংস ভরাডুবির পর দ্বিতীয় ইনিংসে কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিড ও নেয়। কিন্তু য়েষ রক্ষা হয়নি। মাত্র ২২ ওভারেই সেই লিড টপকেছে প্রোটিয়ারা।

প্রথম ইনিংস ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩০৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। বাংলাদেশের অল্প পুঁজি বেশ সহজেই অতিক্রম করে প্রোটিয়ারা। শুরু থেকেই আক্রমণাত্নক হয়ে উঠে প্রোটিয়ারা দুই ওপেনার। এই ইনিংসে তাইজুল বেশ ভালো বোলিং করে। বাংলাদেশের হয়ে ৫টি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। ৩টি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ২টি উইকেট নিয়েছেন মিরাজ।

পরবর্তী ইনিংসে বাংলাদেশ বেশ ভালোই সংগ্রহ পায় মিরাজ, জাকির এবং জয়ের ইনিংসে। ৯৭ রানে গিয়ে দুর্ভাগ্যবশত শতক মিস করেন মিরাজ। এই ইনিংসে রান পেলেও প্রথম ইনিংসে ভরাডুবির কারণে খুব বড় পুঁজি পায়নি বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া লক্ষ্য দ্বিতীয় ইনিংসে বেশ সহজেই পাড় করে প্রোটিয়ারা। ইনিংসে ৫ উইকেট শিকার করেন রাবাদা।

প্রোটিয়ারা কেবলমাত্র ২২ ওভারেই টপকে যায় ইনিংস। ৭ উইকেটে জয়লাভ করে প্রোটিয়া। আসরের প্রথম টেস্ট হার দিয়ে শুরু বাংলাদেশের। চট্টগ্রামে শেষ টেস্টে ফলাফল কেমন হবে সে অপেক্ষায় রয়েছে সবাই। বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি সেই সুযোগটা হবেনা।

Google search engine