Google search engine

ঘরের মাটিতে বড় জয় নিয়ে এনসিএলের শিরোপা নিজেদের দখলে রেখেছে সিলেট। আসরের শুরু থেকেই বেশ ভালো ফর্মে ছিলো সিলেট। ৬ ম্যাচের ৪টিতে জয় এবং ২টি ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিলেট।

২৩ নভেম্বর টসে জিতে ফিল্ডিং নেয় সিলেট। ব্যাটিংয়ে নেমে বরিশালের শুরুটা খুব বেশি ভালো না হলেও বেশ ভালোই করেছে বরিশাল। আব্দুল মজিদের ৭৮ রান এবং সোহাগ গাজীর ৪৩ রানের ইনিংসে ভর করে ৩০৪ রানের সংগ্রহ পায় বরিশাল। দলের হয়ে রেজাউর সর্বোচ্চ ৫ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে সিলেটও বেশ দারুণ সংগ্রহ পায়। মুবিন, অমিত, নাসুম এবং তোফায়েল এর অর্ধশতকে ৩৪২ রানের সংগ্রহ পায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সোহাগ গাজী।

দ্বিতীয় ইনিংসে বরিশাল খুব বেশি ভালো ইনিংস খেলতে পারেনি। উইকেট আসা-যাওয়ার মিছিলে ১৪২ রানেই থেমেছে বরিশালের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন খালেদ। সিলেট এই সহজ লক্ষ্য খুব সহজেই অতিক্রম করেছে মাত্র ২৭.৩ ওভারে। অমিতের ৩৮ রান এবং নাসুমের ৪৪ রানের ইনিংসে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট।

Google search engine