মিরপুরে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৮ রানেই সবগুলো উইকেট হারিয়ে গুটিয়ে যায় আইরিশরা।
শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ফারজানা-মুর্শিদার পার্টনারশিপে ভালো শুরু করে বাংলাদেশ। মুর্শিদা ফিরলে শারমিনকে নিয়ে নতুন করে জুটি গড়েন ফারজানা। ফারজানার ব্যাটে অর্ধশতক আসে। ফারজানা ফেরার পর ফেরেন নিগারও। তবে শারমিন একপাশ থেকে আগলে রেখে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ দিকে শারমিন ফিরলেও নির্দিষ্ট ৫০ ওভার শেষে ৪ উইকেটে ২৫২ রানের সংগ্রহ নিয়ে থামে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ফ্রেয়া।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি আইরিশরা। সারাহ ফোর্বস সর্বোচ্চ ২৫ রান করেন। একের পর এক উইকেট যাওয়া-আসার মিছিলে ৯৮ রানে থামে আইরিশদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুলতানা। বাংলাদেশ ১৫৪ রানে জয় পায়।