অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগান যুবাদের ২২৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ যুবারা।
এদিন টসে জিতে ফিল্ডিং নেয় আফগান যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু পায় যুবারা। যদিও শুরুতে দ্রুত এক উইকেট হারায় বাংলাদেশ। শূন্যরানে ফেরেন আবরার। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক তামিম এবং কালাম।
দ্বিতীয় উইকেট জুটিতে কালামকে নিয়ে ১৪২ রানের দুর্দান্ত জুটি গড়েন তামিম। দলীয় ১৪৫ রানে কালাম ফিরলে আর বড় কোন জুটি হয়নি বাংলাদেশের। তবে একপাশ থেকে রক্ষাকর্তা হয়ে ক্রিজ আগলে রাখেন তামিম। কালাম ৬৬ রানের ইনিংস খেলেন। এবং তামিমের ব্যাট থেকে শতরান আসে। ১৩৩ বলে ৮ চার ও ৪ ছয়ে ১০৩ রানের ইনিংস খেলেন তামিম। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন আজিজ, ওমরজাই এবং খাতির। ১টি করে উইকেট নেন গাজানফার এবং নাসির।
দ্বিতীয় ইনিংসে ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করবে আফগান যুবারা।