বিজয়ের দিনে দ্বিগুণ বিজয় উপহার। ওয়েস্ট ইন্ডিজের কাছে জিতেছে ছেলেরা। আর নারী অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে লঙ্কানদের কাছে জিতেছে মেয়েরা। এই দুই জয় যেন হয়ে এলো বিজয় দিবসের উপহার হিসেবে। বিজয়ের দিনের সকালটা রাঙিয়ে দিলো লাল-সবুজ বাহিনী।
শুরুটা করি ছেলেদের দিয়ে। কিংস্টনে সকালবেলা ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে হেরে ব্যাটিংয়ে গিয়ে ২০ ওভারে ৬ উইকেট ১৪৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এই ম্যাচে বরাবরই হেসেছে সৌম্যর ব্যাট। উইন্ডিজের মতো টি-২০ জায়ান্টদের সাথে খেলা হিসেবে এই টার্গেট যদিওবা খুব একটা বেশি ছিলোনা। তবে চেষ্টা করলে যে সবই সম্ভব তা প্রমাণ করেছে টাইগাররা।
বোলিং ইউনিট বেশ দুর্দান্ত সক্ষমতার পরিচয় দিয়েছে এই ম্যাচে। নিয়ন্ত্রিত বোলিংয়ে টি-২০ জায়ান্টদের থামিয়েছে ১৪০ রানে। আরেকটু হলেই লক্ষ্য ছুঁয়ে নিয়েছিলো বাংলাদেশ। মাহদী, তাসকিন, হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা। মাহদী সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। বাংলাদেশ ৭ রানে জয় পায়।
অন্যদিকে মালেশিয়ার কুয়ালালামপুরে টসে হেরে ব্যাটিংয়ে যায় বাঘিনীরা। ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৯ উইকেটে ১২২ রান সংগ্রহ সুমাইয়া আক্তারের অধীনে দল। ব্যাট হাতে সর্বোচ্চ ৩ রান করেন সাদিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন রেশমিকা।
জবাবে ব্যাট করতে নামা লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিং আর ফিল্ডিংয়ে ৯৪ রানেই আটকে দেয় বাঘিনীরা। রান সংখ্যায় ২০ এর ঘর ছুঁয়েছেন কেবলমাত্র দু’জন। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অধিনায়ক সুমাইয়া। ২ টিকে করে উইকেট নিয়েছেন নিশি এবং সুমাইয়া। বাংলাদেশ ২৮ রানে জয় পায়।
বিজয়ের দিনে দ্বিগুণ জয় বাড়তি আনন্দ দিয়েছে ক্রীড়ামোদীদের। এমন জয় বছর ঘুরে বারংবার আসুক।