সিলেটে এনসিএল টি-২০ তে রাজশাহীকে ৪ রানে পরাজিত করেছে চট্টগ্রাম। চট্টগ্রামের দেওয়া ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৪ রানেই থেমেছে রাজশাহী।
এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় রাজশাহী। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় চট্টগ্রাম। শুরুর দিকে জয়ের উইকেট হারালেও শাহাদাতকে নিয়ে ভালো শুরু করেন মমিনুল। ৩৫ রান করে ফিরেন শাহাদাত। তৃতীয় উইকেটে ইরফানকে নিয়ে নতুন জুটি গড়েন মমিনুল। যদিও এরপর আর কোন বড় জুটি হয়নি। মমিনুল এবং ইরফানের অর্ধশতকে ভর করে ১৯৮ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাব্বির।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। শুরুর দিকে উইকেট হারায়। দ্বিতীয় উইকেটও দ্রুত যায় রাজশাহীর। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন হাবিবুর রহমান। ৩৯ রান করে হাবিব ফিরলে মুশফিককে নিয়ে আবারও জুটি গড়েন হৃদয়। হৃদয়ের ব্যাটে ৬৯ রানের ইনিংস আসে। আর মুশফিক ৪৬ রানের ইনিংস খেলেন। দুজনের উইকেটের পর ছত্রভঙ্গ হয়ে যায় রাজশাহী শিবির।
শেষ দিকে আর কেউ ভালো ইনিংস খেলতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রানের সংগ্রহ পায় রাজশাহী। চট্টগ্রাম ৪ রানে জয় পায়। সর্বোচ্চ ৩টি উইকেট নেন আহমেদ শরীফ।