Google search engine

সকালটা সিরিজ জিতে রাঙিয়ে দিয়েছে টাইগাররা। কিংস্টনে ৮০ রানের ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরই সাথে ৩-০ তে সিরিজ জিতে নিলো টাইগাররা।

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-২০ তে শুরু থেকেই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগাররা। প্রথম ২ ম্যাচে ধারাবাহিক খেলে জয় পেয়েছিলো। তৃতীয় এবং শেষ ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। টাইগাররা জয় তুলে নিয়েছে হেসে খেলেই।

এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় টাইগাররা। ব্যাটিংয়ে নেমে জাকের আলীর ৭২ রান এবং ইমনের ৩৯ রানের ইনিংসে ৭ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বাকিদের ব্যাটে খুব একটা রান আসেনি। সর্বোচ্চ ২ উইকেট নেন শেফার্ড।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকেই উইকেট হারায় উইন্ডিজ। কারোরই ব্যাটে-বলে হচ্ছিলোনা। সব মিলিয়ে শেফার্ডের ৩৩ রানের ইনিংসই ছিলো সর্বোচ্চ। একের পর এক উইকেট হারিয়ে ১৬.৪ বলে ১০৯ রানে থেমেছে উইন্ডিজের ইনিংস। সর্বোচ্চ ৩ টিকে উইকেট নেন রিসাদ। ২টি করে উইকেট নেন তাসকিন এবং মাহদী। বাংলাদেশ ৮০ রানের ব্যবধানে জয় নিয়ে হোয়াইটওয়াশ করে সিরিজ শেষ করে।

Google search engine