বিপিএলের সিলেট পর্বে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে পরাজিত করেছে রংপুর রাইডার্স। সিলেটের দেয়া ২০৬ রানের লক্ষ্য খুব সহজে পাড় করেছে রংপুরের ব্যাটাররা।
এদিন শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় রংপুর। ব্যাটিংয়ে গিয়ে সিলেট শুরুটা বেশ দারুন করেছিল। দলীয় ৪৭ রানের সিলেট প্রথম উইকেট হারায়। নতুন করে জাকিরকে নিয়ে জুটি গড়েন রনি তালুকদার। রনি এবং জাকিরের অর্ধশত রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন সাইফ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। পাঁচটি বল খেলে শূন্য রানে ফিরেন আজিজুল হাকিম তামিম। তবে দ্বিতীয় উইকেটে সাইফ হাসানকে সাথে নিয়ে অ্যালেক্স হেলস দারুন জুটি গড়েন। এই জুটি দলের জয় অনেকটা সহজ করে দেয়। অ্যালেক্স হেলস ৫৬ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। সাইফ ফেরেন ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলে। ১ওভার হাতে রেখেই ৮ উইকেটে জয় তুলে নেয় রংপুর।