Google search engine

সিলেটে আবারও সহজ জয় পেয়েছে রংপুর। ঢাকার দেওয়া সহজ লক্ষ্য বেশ সহজেই অতিক্রম করেছে রংপুর।

এদিন ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকা। সবাই ফিরেছেন বিশের ঘরেই৷ কেবলমাত্র তামিম সর্বোচ্চ ২০ রান করেন। উড়িয়ে নিয়ে আসা ইংলিশ তারকা জেসন রয়ও হয়েছেন ব্যর্থ।

১৬.৩ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন নাহিদ রানা। ২টি উইকেট নিয়েছেন আকিব জাভেদ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ সহজ জয় তুলে নেয় রংপুর। অ্যালেক্স হেলসের ৪৪রানের ইনিংসে সহজেই লক্ষ্য পূরণ করে রংপুর। রংপুর ৭ উইকেটে জয় পায়। দলের হয়ে ১ টি করে উইকেট নেন মুস্তাফিজ, মোসাদ্দেক এবং আলাউদ্দিন বাবু।

Google search engine