বিপিএলের আজকের দিনের প্রথম ম্যাচে খুলনাকে ২৮ রানে পরাজিত করেছে রাজশাহী৷ রাজশাহী দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫০ রানেই থামে খুলনার ইনিংস।
শুরুতে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন রাজশাহীর ব্যাটাররা। ইয়াসিরের ৪১ রান এবং রায়ান বার্লের ৪৮ রানে ভর করে ১৭৮ রানের সংগ্রহ পায় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাসুম আহমেদ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা ভালো যায়নি খুলনার ইনিংস। কেবলমাত্র আফিফ সর্বোচ্চ ৩৩ রান করেন। খুলনার ইনিংস থামে ১৫০ রানে। ২৮ রানে জয় পায় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন সোহাগ গাজী এবং রায়ান বার্ল।