Google search engine

বিপিএল পর্বে জয়ের দেখা যেন মিলছেই না ঢাকা ক্যাপিটালসের। টানা ৬ ম্যাচের ৬টিতেই পরাজয়। সিলেটের কাছে ৩ উইকেটে পরাজিত হয়ে বর্তমানে পয়েন্ট তালিকায় শেষ অবস্থানে রয়েছে ঢাকা। আর সিলেট নিজেদের প্রথম ম্যাচ জিতে একধাপ এগিয়েছে।

এদিন টসে জিতে ব্যাটিং নেয় ঢাকা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। তামিম ফিরেন ৬ রানে। দ্বিতীয় উইকেটে মুনিমকে নিয়ে জুটি গড়েন লিটন। এই জুটিতে বেশ ভালোই করে ঢাকা। মুনিম ৫২ রান করে ফিরলে নতুন করে জুটি গড়ার চেষ্টা করলেও খুব বেশি বড় কোন জুটি হয়নি। লিটন কুমার দাস ফিরেন ৪৩ বলে ৭৩ রান করে।

বাকিদের মধ্যে সাব্বির ২৩, পেরেরা ১৮, রিয়াজ ৪, মোসাদ্দেক ৭ এবং শুভম ৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ঢাকার রান সংখ্যা দাঁড়ায় ৬ উইকেটে ১৯৩ রান৷ দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাহকিম।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটেরও। ওপেনার রাহকিম গোল্ডেন ডাকে ফেরেন। দ্রুত ফেরেন জর্জ (১১), জোন্স (১৪) এবং নাহিদুল(১১)। ৫ম উইকেটে রনিকে নিয়ে জাকির উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন। এই উইকেটে বেশ কিছু রান আসে। জাকির ২৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। রনি ৩০ এবং জাকের ২৪ রান করেন।

শেষ দিকে আরিফের অপরাজিত ২৮ রানের ঝড়ো ইনিংসে জয় সিলেটের পক্ষে আসে। সিলেট ৩ উইকেটে জয় পায়। দলের হয়ে শফি এবং শুভম ২টি করে উইকেট নেন।

Google search engine