Google search engine

ঢাকা-সিলেট ঘুরে, চট্টগ্রাম পৌঁছেছে বিপিএল। বিপিএলের পর্বের শুরু থেকেই চট্টগ্রাম বাসীর বিপিএল ক্রেইজ শুরু। আর আসরের প্রথম ম্যাচে মাতিয়ে রেখেছে তামিমের বরিশাল। তামিমের অর্ধশতকে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে তামিমের দল।

শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে যায় ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিম বাদে কেউ ভালো করতে পারেননি। তামিমের ব্যাটে ৬২ রানের ইনিংস আসে। বাকিরা থেমেছেন ত্রিশের আগেই। নির্ধারিত ২০ ওভারের ৩ বল বাকি রেখেই ১৩৯ রানে সবগুলো উইকেট হারায় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তানভীর।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে শান্তর উইকেট হারায় বরিশাল। তবে দ্বিতীয় উইকেটে মালানকে নিয়ে জুটি গড়েন তামিম। এই জুটি দলের জয় অনেকটা সহজ করে দেয়। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ফিরলেও মালান শেষ পর্যন্ত থেকে দলের জয় নিশ্চিত করেন। বরিশাল ৪ ওভার হাতে রেখেই ৮ উইকেটে জয় পায়। দলের হয়ে ১টি করে উইকেট নেন রাহী এবং পেরেরা।

Google search engine