বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৪৫ রানে পরাজিত করেছে চট্টগ্রাম কিংস। চট্টগ্রামের দেয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৫ রানেই থেমেছে খুলনা টাইগার্স।
শুরুতে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ব্যাটিংয়ে নেমে দ্রুত এক উইকেট হারলেও দ্বিতীয় উইকেটে বেশ ভালোই সংগ্রহ করে চট্টগ্রাম। তবে কেবল ইমনের ৩৯ রানের ইনিংস এবং ক্লার্কের ১০১ ইনিংসে ভর করে ২০০ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সালমান এবং নওয়াজ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। কেবল দারউস রাসুলি ৩৭ রানের ইনিংস খেলেন। বাকিরা কেউ খুব একটা ভালো ইনিংস খেলেন নি। সবশেষে ১৫৫ রানে থামে খুলনার ইনিংস। চট্টগ্রাম ৪৫ রানে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আরাফাত সানি।