Google search engine

বিপিএলের লম্বা রোলারকোস্টার রাইড শেষ হলো। টানটান উত্তেজনার ম্যাচে চট্টগ্রাম কিংসকে ৩ উইকেটে পরাজিত করেছে ফরচুন বরিশাল। এরই সাথে শেষ হলো বিপিএলের আসর।

শুরুতে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন চট্টগ্রামের দুই ওপেনার খোয়াজা এবং ইমন। দুজনের অর্ধশত রানের ইনিংস এবং ক্লার্কের ৪৪ রানের ইনিংসে ভর করে ১৯৪ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।

জবাবে ব্যাট করতে নেমে তামিমের অর্ধশতক, হৃদয়ের ৩২ রানের ইনিংস এবং মায়ার্সের ৪৬ রানের ইনিংসে ভর করে শেষ দিকের টানটান উত্তেজনায় বরিশাল ৩উইকেটে জয় লাভ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শরীফুল।

চট্টগ্রামের প্রথম বার ট্রফি জয়ের আশা ধূলিসাৎ হয় শেষ ওভারেই। ৬ বলে ৮ রানের প্রয়োজন ছিলো বরিশালের। হোসাইন তালাতের প্রথম বলে ৬ হাঁকিয়ে জয় অনেকটা সহজ করে দেন রিশাদ। যার ফলে ২বল বাকি রেখেই সহজ জয় তুলে নেয় বরিশাল।

Google search engine