
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা মুশফিকুর রহিম বুধবার রাতে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মুশফিক এ বিষয়ে নিশ্চিত করেন।
তিনি লেখেন, “আজ আমি ওয়ানডে সংস্করণ থেকে অবসর ঘোষণা করছি। সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে, তবে একথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, নিষ্ঠা ও সততার সাথে শতভাগের বেশি দিয়ে খেলতাম।”
মুশফিকের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ ১৯ বছরের যাত্রায় তিনি মিডল অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন, যার জন্য তাকে ‘মি. ডিপেন্ডেবল’ নামে আখ্যায়িত করা হয়। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বেশ সমালোচিত হন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন মাত্র ২ রান। শেষ ১৫ ওয়ানডেতে ব্যাটে কেবলমাত্র ১টি অর্ধশত রানের ইনিংস এসেছে।
অবসরের ঘোষণায় মুশফিক আরও উল্লেখ করেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য। আল্লাহ কুরআনে বলেছেন: ‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’ (সুরা আল ই ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন। সবশেষে, আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।”
ওয়ানডে ক্যারিয়ারে তিনি ২৪৫ ম্যাচে ৩৬.৭৭ গড়ে ৬,৭৮৯ রান সংগ্রহ করেছেন, যেখানে রয়েছে ৮টি শতক ও ৪২টি অর্ধশতরানের ইনিংস। তার সর্বোচ্চ স্কোর ১৪৪ রান। উইকেটরক্ষক হিসেবে মোট ১৭৭টি ক্যাচ ও ৪৪টি স্টাম্পিং করেছেন তিনি।
মুশফিকের এই অবসর বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি নির্দেশ করে। তার অবদান ও নিষ্ঠা তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সমর্থকরা তার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।