
১৩ এপ্রিল ২০২৫, লাহোর — নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারে এক ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হলো সবাই। বাংলাদেশ নারী দল এক অবিশ্বাস্য জয় উপহার দিলো । ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ২ বল বাকি রেখে দুই উইকেটে জয় তুলে নেয় নিগার সুলতানার দল, যা নারী ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ সফল রানের রেকর্ড।
এই জয়কে কেবল সংখ্যা দিয়ে মাপা যাবে না। ১৮৬ রানে ৮ উইকেট যাওয়ার পরও যে ম্যাচটা শেষ করা গেছে, সেটাই সবচেয়ে বড় কথা। আর এই অসম্ভবকে সম্ভব করে তুললেন দুই ব্যাটার — রিতু মনি ও নাহিদা আক্তার।
রিতু মনির ক্যারিয়ার সেরা ইনিংস
৯৪ রানে ৫ উইকেট যাওয়ার পর স্নায়ুচাপে ভুগছিল বাংলাদেশ, তখন ক্রিজে আসেন রিতু মনি। শুরুতেই ০ রানে ক্যাচ মিসের সুযোগ পান, কিন্তু এরপর আর থেমে থাকেননি। ৬১ বলে হার না মানা ৬৭ রান করে দলকে টেনে তুলেন ইতিহাসের পাতায়। পঞ্চাশ পূর্ণ করেন ৪৮তম ওভারে, আর শেষ হাসি হাসলেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে।
নাহিদা আক্তারের সাহসী ইনিংস
রিতুর সঙ্গে জুটি বেঁধে নাহিদা আক্তার ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন— ১৭ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। জয় নিশ্চিত করেন, যিনি ২০১৯ সালের মতো আজও ব্যাট হাতে ম্যাচ শেষ করেন।
দুজনের ৩৩ বলে ৫৪ রানের অজেয় জুটিতে নতুন এক রেকর্ড গড়ে বাংলাদেশ — নারী ওয়ানডে ইতিহাসে ৯ম উইকেট জুটিতে প্রথমবারের মতো ৯ রানের বেশি রেটে (৯.৮১) পঞ্চাশ পেরোনো ইনিংস। যা ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছে।
ম্যাচের শুরুটা ছিল ভীষণ চ্যালেঞ্জিং
বাংলাদেশের ইনিংসের শুরুটা দুঃস্বপ্নের মতো ছিলো। মাত্র ২ রানে প্রথম দুই উইকেট হারায়। এরপর নিগার সুলতানার(৫১) শারমিন আক্তারের সঙ্গে ৫২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। তবু ২৬তম ওভারে নিগার আউট হওয়ার পর হারের ছায়া আবারও ঘনিয়ে আসে।
আয়ারল্যান্ডের লড়াই
আয়ারল্যান্ড নিজেদের সেরা ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছে আজ। গ্যাবি লুইস ও অ্যামি হান্টার দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করেন। এরপর ডিলানির ফিফটি ও প্রেন্ডারগাস্টের দায়িত্বশীল ব্যাটিংয়ে আইরিশরা থামে ২৩৫ রানে। তবে বোলিংয়ে ছয়টি ক্যাচ মিস ও শেষ দিকে রিতু-নাহিদার জুটি থামাতে না পারার আফসোস থাকবে তাদের।
রিতুর বদলে যাওয়া গল্প
সাম্প্রতিক ফর্মে রিতু মনি নিজেকে সম্পূর্ণ বদলেছেন। ঢাকা লিগে ছিলেন সেরা পারফর্মার — চার ম্যাচ সেরা, ব্যাটিং গড় ৫৩, বোলিং ইকোনমি মাত্র ২.০৮, উইকেট নিয়েছেন ১৮টি। এই আত্মবিশ্বাস আজ রূপ নিয়েছে এক ম্যাচ জেতানো ইনিংসে।
গ্রুপে শীর্ষে বাংলাদেশ
এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান ও স্কটল্যান্ডকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচগুলোতেও এমন আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে, বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানো এখন আর স্বপ্ন নয়।