Google search engine

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম রিজিওনাল টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল নিয়ে আয়োজিত এ আসরে প্রতিযোগিতা হবে নকআউট পদ্ধতিতে।

আয়োজক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. আকরাম খান সংবাদ সম্মেলনে জানান, প্রতিযোগিতাকে সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি জেলা পর্যায়ে ক্রিকেটের উন্মাদনা আরও বাড়বে।”

টুর্নামেন্টের আয়োজনের প্রারম্ভিক প্রস্তুতি হিসেবে আজ ২১ আগস্ট নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—

মো. মনজুর আলম, পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

মির্জা সালমান ইস্পাহানি, চেয়ারম্যান, ইস্পাহানি গ্রুপ

আহসান ইকবাল চৌধুরী আবির, ম্যানেজিং ডিরেক্টর, কন্টিনেন্টাল গ্রুপ

ওয়াসিফ আহমেদ সালাম, পরিচালক, এশিয়ান গ্রুপ

মো. এম মহিউদ্দিন, ডিরেক্টর ও সিইও, ক্লিফটন গ্রুপ

মো. মহাতাবুর রহমান, রিজিওনাল হেড, এবি ব্যাংক

প্রতিযোগিতায় মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৪৩ লাখ টাকা প্রদান করবে এবং বাকি অর্থ স্পন্সর প্রতিষ্ঠানগুলো বহন করবে।

ভেন্যু ও সূচি

প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম (২৮ আগস্ট থেকে) এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (৩০ আগস্ট থেকে)। ১১টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার সিক্সে যাবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা ও দুপুর ১:৩০ মিনিটে দুটি করে খেলা হবে।

উদ্বোধন

আগামী ২৮ আগস্ট সকাল ৯টায় সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্ট চলাকালীন অংশগ্রহণকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য থাকা-খাওয়ার পাশাপাশি যাতায়াত সুবিধার ব্যবস্থাও করা হয়েছে।

Google search engine