Google search engine

 

চট্টগ্রাম আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে ইস্পাহানি ফেনী। ফোর্টিস রাঙামাটির দেওয়া ৭২ রানের লক্ষ্য সহজেই পূরণ করে ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় তারা।

টসে জিতে আগে ব্যাট করতে নামে রাঙামাটি। কিন্তু শুরু থেকেই চাপে পড়ে যায় তারা। ইনিংসে একমাত্র উজ্জ্বল দিক ছিল ইলিয়াসের ৪৪ রানের ইনিংস। দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে নির্ধারিত ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় রাঙামাটির ইনিংস।

ফেনীর হয়ে দুর্দান্ত বোলিং করেন সাজ্জাদ। তিনি একাই নেন ৬টি উইকেট। এছাড়া শাহরিয়ার ২টি এবং ইয়াছিন ও মিনহাজ ১টি করে উইকেট শিকার করেন।

৭২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করে ফেনী। ওপেনার জিল্লুর করেন ৩১ রান, আর রায়হান খেলেন দ্রুতগতির ২৪ রানের ইনিংস। তাদের ব্যাটে ভর করেই ৫ উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে ফেনী।

রাঙামাটির হয়ে কাজী কামরুল নেন ২টি উইকেট। এছাড়া সাদ্দাম, মোবারক ও শামসুদ্দিন নেন ১টি করে উইকেট।

Google search engine