
ডিএল পদ্ধতিতে নির্ধারিত ম্যাচে ১৪ রানে পরাজিত হলো এ বি ব্যাংক চাঁদপুর
চট্টগ্রাম আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর গ্রুপ–এ-এর নিজেদের শেষ ম্যাচে নাটকীয় এক জয়ের স্বাদ পেল এশিয়ান চট্টগ্রাম। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩ ওভারে সীমিত হওয়া লড়াইয়ে শেষ পর্যন্ত ১৪ রানের জয় তুলে নেয় তারা।
টস জিতে আগে ব্যাটিং করে এশিয়ান চট্টগ্রাম। শুরুতেই টপঅর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে দলটি। তবে একপ্রান্ত আগলে রেখে ৩৪ বলে ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন ইরফান শুক্কুর। তার ব্যাটে আসে ৪টি চার ও ২টি ছক্কা। রতন দাস অপরাজিত ১৫ রান এবং সাদিকুর ২৩ রান যোগ করলে দলটি ১৫ ওভারে সংগ্রহ করে ৯৯ রান।
চাঁদপুরের হয়ে রাফি আশরাফ ও ফাহাদ ২টি করে উইকেট নেন ও সাদ্দাম পান ১টি উইকেট।
৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এ বি ব্যাংক চাঁদপুরের ব্যাটাররা লড়াই করলেও জয় তুলে নেওয়ার জন্য সেটি যথেষ্ট হয়নি। শাকিল হোসেন ১৮, রাফি আশরাফ ২৫ ও মেহেদি হাসান রানা ১৫ রান করলেও দলের ইনিংস থেমে যায় ৮৯ রানে। শেষ মুহূর্তের চাপ সামলাতে না পেরে পরাজিত হয় তারা।
এশিয়ান চট্টগ্রামের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ইফরান—২ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। রিফাত নেন ২ উইকেট। রতন দাস, শাহিদুল ইসলাম ও রুবেল পান ১টি করে উইকেট।
বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট ফেলে দলকে জয়ের পথ দেখানোয় ম্যাচসেরা নির্বাচিত হন এশিয়ান চট্টগ্রামের ইফরান। তার হাতে পুরষ্কার তুলে দেন বেলায়েত খন্দকার (এক্সিকিউটিভ ডিরেক্টর,
এশিয়ান গ্রুপ) এবং মো: আফতাব উদ্দিন (এসএভিপি & ম্যানেজার, চকবাজার ব্রাঞ্চ)।