Google search engine

মাত্র কিছুদিন আগেই জাতীয় দলের সব ফরম্যাটে অধিনায়কত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ঘরের মাঠে চলছে ঘরোয়া লীগ বিপিএল। যদিও এবারের আসরে শান্ত খুব একটা ফর্মে নেই। টুর্নামেন্ট জুড়ে খুব একটা রান আসেনি তার ব্যাটে।

গতবছরটি শান্তর ব্যাট হাতে বেশ ভালো কেটেছে। মাঝে কিছুটা ফর্মহীনতায় ভুগলেও আবার ভালোভাবে ফিরেন শান্ত। বিপিএলে রান না পেলেও তাকে নিয়ে খুব একটা চিন্তিত মনে হচ্ছেনা ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসকে। আন্তর্জাতিকে আবারও স্বরূপে ফিরবেন বলে আশ্বাসী তিনি।

বৃহস্পতিবার একটি স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন। সেখানে শান্ত এবং সাকিবকে নিয়ে কথা বলেছেন তিনি।

তিনি বিবৃতিতে বলেন- “নিঃসন্দেহে সাকিব আমাদের সেরা খেলোয়াড়। এটাতো তাদের জানাই আছে কী পারবে আর কী পারবেনা। তারা ক্লাস প্লেয়ার। এক সীজন ভালো না করলেও, পরবর্তীতে ভালো করছে। এমন উঠানামা থাকবেই। এটি আউট অফ ফর্ম নয়। ফর্ম নাই আমি বিশ্বাস করিনা। শান্ত পারফরম্যান্স না দেখালেও সে ক্লাস প্লেয়ার। আন্তর্জাতিক সিরিজ শুরু হলে দেখবেন সে ফর্মে ফিরেছে।”

বিপিএলের চট্টগ্রাম আসর শেষে সবাই এখন ঢাকায়। বিপিএল শেষ হলেই শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ।

Google search engine