এনসিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে এক ইনিংস ব্যবধানে ৮১ রানে জয় পেয়েছে রংপুর ডিভিশন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে, শনিবার (১৯ অক্টোবর) টসে জিতে ফিল্ডিং নেয় চট্টগ্রাম ডিভিশন। ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু করে রংপুর। প্রথম উইকেট জুটি বেশ দীর্ঘক্ষণ ক্রিজ আগলে রেখেছিলো। খালিদ হাসান এবং মোসাদ্দেকের অর্ধশত রানের ইনিংসে ৯ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে রংপুর। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফাহাদ। এবং ৩ উইকেট নেন ইফতেখার সাজ্জাদ।
জবাবে ব্যাট করতে নেমে রংপুরের নিপুণ কৌশলের কাছে পরাস্ত হতে হয় চট্টগ্রামকে। বোলারদের বোলিং দাপটে একে একে ফিরেছেন চট্টগ্রামের ব্যাটাররা। দলীয় শূন্যরানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। এরপর আসা-যাওয়ার মিছিলে ভিড়েছেন একে একে সবাই। কেবল মাত্র একজন রান সংখ্যায় ত্রিশের কৌটা পেরিয়েছেন। বাকিরা কেউ বেশিদূর আগাতে পারেননি। সবশেষে কেবলমাত্র ৩৭.৫ ওভারে ১০৩ রানে সবগুলো উইকেট হারায় চট্টগ্রাম।
দ্বিতীয় ইনিংসেও অবস্থার উন্নতি হয়নি চট্টগ্রামের। এই ইনিংসেও রংপুরের বোলিং দাপটে মাত্র ৩২.১ ওভারেই ৮৯ রানে সবগুলো উইকেট হারায় চট্টগ্রাম। কাকতালীয়ভাবে এই ইনিংসেও শূন্য রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। এরপর আর কেউ খুব বেশি ধারাবাহিক হতে পারেনি। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মামুন।
যার ফলে ইনিংস ব্যবধানে ৮১ রানে জয় পায় রংপুর ডিভিশন। এরই সাথে জয় দিয়ে আসরের শুভ সূচনা করে রংপুর ডিভিশন। প্লেয়ার অব দ্য ম্যাচ হন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। আসরের প্রথম ম্যাচে জয় নিয়ে পয়েন্ট তালিকায় ২ পয়েন্ট যোগ করে রান রেটে একধাপ এগিয়ে গেলো রংপুর।