তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ৩টিতেই জয় লাভ করে ৩-০তে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা। আইরিশদের দেওয়া ১৮৬ রানের লক্ষ্য ৩৭.৩ ওভারেই অতিক্রম করেছে বাংলাদেশের মেয়েরা।
এদিন শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় আইরিশরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। পুরো ইনিংসে খুব বেশি ভালো করতে পারেনি কেউ। তবে ক্রিজ একপাশ থেকে থেকে আগলে রাখেন অধিনায়ক গ্যাবি। ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন গ্যাবি। বাকিরা ত্রিশের গন্ডি পেরোতে পারেনি কেউ। নির্ধারিত ৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে আইরিশরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে বেশ বড় পার্টনারশিপ আসে বাংলাদেশের। ফারজানার ৬১ রানের ইনিংস এবং শারমিনের ৭২ রানের ইনিংসে বাংলাদেশের জয় বেশ সহজ হয়ে যায়। বাংলাদেশ ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।