জয়ের দেখা মিলেছেনা মিলছেনা করে চট্টগ্রাম পর্বে এসে দেখা মিলল। সিলেটকে ৬৫ রানে পরাজিত করেছে দুর্বার রাজশাহী।
শুরুতে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু পায়নি দল। তবে বিজয়ের ৩২ এবং রায়ানের ৪১ রানের বদৌলতে ১৮৪ রানের মাঝারি সংগ্রহ পায় রাজশাহী। বাকিরা সবাই ২০ এর আগেই থেমেছে। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুয়েল।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটের দিন খুব একটা ভালো যায়নি। টিপ অর্ডারের ব্যর্থতার মাঝে শুধু জাকির এবং জাকেরের ত্রিশৌর্ধ্ব ইনিংস ছিলো। বাকিরা থেমেছেন ২০ এর আগেই। নির্ধারিত সময় শেষের আগেই সবগুলো উইকেট হারিয়ে ১১৯ রানে থামে সিলেটের ইনিংস। রাজশাহী ৬৫ রানে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সানজামুল।