দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ৭ রানে পরাজিত করেছে খুলনা টাইগার্স। খুলনার দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০২ রানেই থেমেছে রাজশাহীর ইনিংস।
শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে খুলনা। যদিও ওপেনিংয়ে বড় পার্টনারশিপ হয়নি। আফিফের ৫৬ রানের ইনিংস এবং উইলিয়ামের ৫৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রানের সংগ্রহ পায় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন তাসকিন
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ওপেনিং জুটি ছোট ছিলো রাজশাহীর। দ্বিতীয় উইকেটে বেশ ভালোই জুটি গড়ার চেষ্টা করেন বিজয়-জিসান। যদিও কোন জুটিই খুব একটা বড় হয়নি। এনামুল এক পাশ আগলে রেখে শতক করলেও বাকিরা খুব একটা সঙ্গ দিতে পারেনি।
ফলে নির্ধারিত ২০ ওভারে উইকেট হাতে থাকলেও ২০২ রানেই থামতে হয়েছে রাজশাহীকে। খুলনা ৭ রানে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন হাসান।