Google search engine

সময় ফুরিয়েছে, অবসান হয়েছে অপেক্ষার৷ দীর্ঘ প্রতিক্ষার পর চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে মাস্টার্স ক্রিকেটের পঞ্চম আসরআগামী মে মাসের প্রথম সপ্তাহে এম এ আজিজ স্টেডিয়ামে গড়াবে ব্যাট-বলের লড়াই।

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে মাস্টার্স ক্রিকেটের পঞ্চম আসর আগামী মে ২০২৫-এর প্রথম সপ্তাহে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের আসরে চট্টগ্রামের অভিজ্ঞ ও জনপ্রিয় দশটি মাস্টার্স ক্রিকেট দল অংশগ্রহণ করতে যাচ্ছে। আমন্ত্রিত দলগুলো হলো:
চিটাগাং মাস্টার্স, নাইন্টিস উইলো, ত্রিপল এস, আগ্রাবাদ মাস্টার্স, হোয়াইট ফ্যালকন, চিটাগাং রয়েলস, হক্কানী ক্রিকেট ক্লাব, কুল ওয়ারিয়র্স, গোল্ডেন গ্লাভস এবং চিটাগাং এমেচার ক্রিকেটার্স।

অংশগ্রহণের নিয়মাবলি:
১। খেলোয়াড়দের বয়স অবশ্যই কমপক্ষে ৩৮ বছর হতে হবে। অর্থাৎ ৩০ এপ্রিল ১৯৮৭-এর পরে জন্ম নেওয়া কেউ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না।
২। অংশগ্রহণকারীদের অবশ্যই পূর্বে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় (সিজেকেএস) নিবন্ধিত থাকতে হবে।
৩। ২০২৩-২০২৪ মৌসুমে সিজেকেএস আয়োজিত লিগ বা টুর্নামেন্টে যে সকল খেলোয়াড় তালিকাভুক্ত ছিলেন, তারা এই মাস্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না।
৪। প্রতি ম্যাচে দুইজন করে সুপার-সাব নির্ধারিত থাকবে, যাদের নাম টসের সময় ম্যাচ রেফারি বা আম্পায়ারকে জানাতে হবে।

অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে আগামী ২৭ এপ্রিল ২০২৫ এর মধ্যে নির্ধারিত এন্ট্রি ফি জমা দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য সারোয়ার হোসাইন বাবু’র (০১৬১৮-০০০৭৮৬) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

-আব্দুল হান্নান আকবর
সাধারণ সম্পাদক
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।

Google search engine