Google search engine

 

বেশ উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম জেলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ইস্পাহানি মাস্টার্স টি – ২০ ক্রিকেট-২০২৫, সীজন – ৫। চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের আয়োজনে আবারও এই আসরের পর্দা উঠেছে আজ শুক্রবার, ৯ মে। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছেন ইস্পাহানি গ্রুপ।

এবারের আসরের শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী।

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের বিকাশে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র বলেন, “একসময় চট্টগ্রাম ছিল দেশের নেতৃত্বদানকারী খেলোয়াড় তৈরির স্বর্গরাজ্য। কিন্তু দুঃখজনকভাবে, নানা ষড়যন্ত্র ও অশুভ চক্রান্ত আজ এই শহরকে পিছিয়ে দিতে চায়।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ, আমরা যদি একতাবদ্ধ থাকি, তাহলে কেউ চট্টগ্রামকে পিছিয়ে দিতে পারবে না।”

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “বিশ্বের অনেক দেশের প্রেসিডেন্টকে কেউ চিনে না, কিন্তু তাদের ক্রিকেট দলের অধিনায়ককে সবাই চেনে। এটাই ক্রিকেটের শক্তি, এটাই ক্রীড়াঙ্গনের গুরুত্ব।”

শারীরিক সুস্থতা সম্পর্কে তিনি বলেন, “আজকাল আমরা অসুস্থ হলে দেশ-বিদেশে চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু শেষে ডাক্তারদের পরামর্শ থাকে একটাই—ব্যায়াম। ব্যায়ামের কোনো বিকল্প নেই। নিয়মিত ব্যায়ামের মাধ্যমেই সুস্থ দেহ ও মন বজায় রাখা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের টি-ট্রেড বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়েদ হোসাইন পিচনামাজ এবং ম্যানেজার তাসবির হাকিম। কো-স্পন্সর আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস-এর সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর, ক্রীড়া সংগঠক সুজিত রায় তমাল এবং এসোসিয়েশনের সকল শুভাকাঙ্ক্ষী এবং সদস্যবৃন্দসহ ক্রীড়ামোদীগণ।

উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথি অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রথম দিনের প্রথম ম্যাচে হাক্কানি ক্রিকেট ক্লাব ৭ রানে ট্রিপল এস মাস্টার্সকে পরাজিত করেছে। ম্যান অব দ্য ম্যাচ হন মোজাম্মেল হোসাইন রবিন। দিনের ২য় ম্যাচে সি এম গোল্ডের সাথে ৪ উইকেটে জয়লাভ করে চিটাগং রয়েলস। ম্যান অব দ্য ম্যাচ হন রঞ্জিত দাস।

Google search engine