চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১ম ওয়ানডেতে আফগানিস্তানকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
শুরুতে পঞ্চাশের ঘর পেরুতে না পেরুতেই ২ ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। বরাবরের মত আবারও ফারুকির বল মোকাবিলা করতে গিয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন তামিম। ব্যাটে-বলে না মেলাতে মাত্র ১৩ রান করে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি।
তামিম ফিরলে শান্তকে নিয়ে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিদূর আগায়নি লিটনের ইনিংসও। মুজিবুর রহমানের ওভারে ফিরেছেন ২৬ রান নিয়ে। লিটন যেতে না যেতেই একই পথে হেঁটেছেন শান্ত (১২)।
এক পশলা বৃষ্টি শেষে মাঠে ফেরার পর লিটন ও শান্ত ফিরেন পরপর আউট হয়ে। এরপর সাকিব-হৃদয়ে নতুন করে ভরসা করা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু আজমতউল্লাহর বলে সাকিব ফিরেন মাত্র ১৪ রানের ইনিংস খেলে। সাকিবের পরপর ফিরেছেন মুশফিকুর রহিমও। রশিদ খানের বলে ১ রান করে বোল্ড হয়ে ফিরেন মুশফিক।
বেশ সময় পর স্কোয়াডে ফিরেও কিছু করতে পারেননি আফিফ। ফিরেছেন ৪ রান করে। আফিফের পর জুটি গড়তে যেয়ে মাঝপথে ফিরেছেন মিরাজও। এরপর আবারও বৃষ্টি বাগড়া দেয়। টানা ৫০ মিনিট বৃষ্টির পর ৬টা ৫০ মিনিটে মাঠে গড়ায় ম্যাচ।
বৃষ্টিতে বিঘ্নিত হওয়ায় ম্যাচের সময় কমে এসেছে ৪৩ ওভারে। ম্যাচ শুরুর পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি তাসকিন। মুজিবের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ৭ রান করে। এরপর হাসানকে নিয়ে হৃদয় আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেন। ৪১তম ওভারে ফারুকির বলে হৃদয় ফিরেন। হৃদয়ের ব্যাটে অর্ধশতক আসে।
শেষ উইকেটে মুস্তাফিজ-হাসান দলকে শেষ বল পর্যন্ত সঙ্গ দেয়। বাংলাদেশের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রানে। জিততে হলে আফগানিস্তানকে ১৬৪ রানের লক্ষ্য টকপাতে হবে। আফগানিস্তানের হয়ে ফজলহক ফারুকি সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন।