লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচে ৫৬ রানের জয় পেয়েছে গুজরাত।
শুরুতে টসে জিতে বোলিং নেয় লক্ষ্ণৌ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে গুজরাত। প্রথম উইকেট জুটিতে ১৪২ রানের পার্টনারশিপ আসে। ১৩তম ওভারে ৪৩বলে ১০চার ও ৪ ছক্কায় ৮১ রান করে আউট হন ঋদ্ধিমান। ২য় উইকেট জুটিতে হার্দিককে নিয়ে ৪২ রানের পার্টনারশিপ গড়েন শুভমান। ১৫বলে ২৫ রানের ইনিংস খেলেন হার্দিক। ৩য় উইকেট জুটিতে মিলারকে নিয়ে নতুন করে জুটি গড়েন শুভমান। এই জুটিই ২০ওভার শেষ পর্যন্ত ক্রিজে ছিল। ২০ ওভার শেষে গুজরাতের সংগ্রহ দাঁড়ায় ২২৭ রান। ৫১ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন শুভমান। দলের হয়ে ১টি করে উইকেট নেন আভেশ এবং মহসিন খান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে লক্ষ্ণৌ। প্রথম উইকেট জুটিতে ৮৮রানের পার্টনারশিপ আসে। নবম ওভারে ৩২ বলে ৪৮ রানের ইনিংস খেলে মায়ার্স ফিরেন। দ্বিতীয় উইকেট জুটিতে নতুন করে দীপককে নিয়ে জুটি গড়েন ডি কক। ১৩তম ওভারে দীপক(১১) ফিরলে ছন্দ হারিয়ে ফেলে লক্ষ্ণৌ। পরপর আরও ৩ উইকেট হারায় লক্ষ্ণৌ। একে একে ফিরেন স্টয়নিস(৪), ডি কক(৭০) এবং পুরান(৩)। শেষ দিকে এসে আবারও জোড়া উইকেট হারায় লক্ষ্ণৌ। আয়ুশ(২১) এবং ক্রনাল(০) ফিরেন। লক্ষ্ণৌর ইনিংস থামে ১৭১ রানে। দলের হয়ে ৪ উইকেট নেন মোহিত। ১টি করে উইকেট নেন শামী, রশিদ এবং নুর আহমদ।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
গুজরাত টাইটান্সঃ ২২৭/২(২০ ওভার)
শুভমান ৯৪(৫১), ঋদ্ধিমান ৮১(৪৩)
আভেশ ১/৩৪
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসঃ ১৭১/৭ (২০ ওভার)
ডি কক ৭০(৪১), মায়ার্স ৪৮(৩২)
মোহিত ৪/২৯