সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে রাজস্থানকে ৪ উইকেটে পরাজিত করেছে হায়দরাবাদ।
শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় রাজস্থান। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও পাওয়ারপ্লেতে ১ম উইকেট হারায় রাজস্থান। দ্বিতীয় উইকেট জুটিতে স্যামসনকে নিয়ে ১৩৮ রানের বড় পার্টনারশিপ গড়েন বাটলার। যার ফলে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে রাজস্থান। ৫৯ বলে ৯৫ রানের ইনিংস খেলে ফিরেন বাটলার। এরপর স্যামসন-হেটমায়ার জুটির চেষ্টায় ২০ ওভার শেষে ২১৪ রান সংগ্রহ করে রাজস্থান। দলের হয়ে ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর এবং মার্কো।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ম উইকেট জুটিতে ৫১ রানের পার্টনারশিপ পায় হায়দরাবাদ। ৬ষ্ঠ ওভারে আনমোলপ্রীত আউট হলে রাহুলকে নিয়ে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন অভিষেক। ১৩তম ওভারে অভিষেক ফিরলে কালাসেনকে নিয়ে জুটি গড়েন রাহুল। কালাসেন আউট হলে চাপে পড়ে যায় হায়দরাবাদ। ১৮তম ওভারে চাহালে জোড়া আঘাতে রাহুল এবং মার্করাম এবং ১৯তম ওভারে ফিলিপস ফিরেন। তবে শেষ দিকে সামাদ ক্রিজে থেকে শেষ বলের নাটকীয়তায় ৪ উইকেটে জয় পায় সানরাইজার্স। দলের হয়ে ৪টি উইকেট নেন চাহাল। ১টি করে উইকেট নেন যাদব এবং অশ্বীন।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
রাজস্থান রয়্যালসঃ ২১৪/২(২০ ওভার)
বাটলার ৯৫(৫৯), স্যামসন ৬৬(৩৮)
মার্কো ১/৪৪, ভুবনেশ্বর ১/৪৪
সানরাইজার্স হায়দরাবাদঃ ২১৭/৬(২০ ওভার)
অভিষেক ৫৫(৩৪), রাহুল ৪৭(২৯)
চাহাল ৪/২৯