Google search engine

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দীর্ঘস্থায়ী হয়নি ইশান এবং রোহিতের ইনিংস। দু’জনেই ফিরেছেন পাওয়ার প্লের আগেই। ২১ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইশান। রোহিতের ব্যাট হাসেনি এই ম্যাচেও। ফিরেছেন ৭ রানে। সঙ্গী হারিয়ে নেহালকে নিয়ে ১৪০ রানের পার্টনারশিপ গড়েন সূর্য। জয়ের অনেকটা নিকটে এসে মুম্বাই সূর্যের উইকেট হারায়। ৩৫ বলে ৮৩ রানের দ্রুততম ইনিংস খেলেন সূর্য। পরের বলে টিম ডেভিডও ফিরেছেন শূন্য রানেই। একপাশ থেকে নেহালের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২১বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পায় মুম্বাই। ফিফটি করেন তরুণ এই ব্যাটার। দলের হয়ে ২টি করে উইকেট নেন বিজয়কুমার এবং হাসারাঙ্গা।

শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বাই। ব্যাটিংয়ে নেমে খুব দ্রুত কোহলি এবং রাওয়াতের উইকেট হারায় ব্যাঙ্গালোর। কোহলি ফিরেছেন ১ রানে এবং রাওয়াত ফিরেছেন ৬ রানে। সঙ্গী হারিয়ে ম্যাক্সওয়েলকে নিয়ে ১২০ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন ডু প্লেসিস৷ ১৩তম ওভারে ম্যাক্সওয়েল(৩৩ বলে ৬৮ রান) ফিরলে ছন্দপতন হয় ব্যাঙ্গালোর শিবিরে। একে একে ফিরেন লোমরোর(১) এবং ডু প্লেসিস(৪১ বলে ৬৫ রান)। সঙ্গী হারিয়ে কেদারকে নিয়ে নতুন জুটি গড়েন কার্তিক। ১৯তম ওভারে কার্তিকের উইকেট হারায় ব্যাঙ্গালোর। নির্ধারিত ২০ ওভার শেষে ব্যাঙ্গালোরের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান। দলের হয়ে ৩ উইকেট নেন জেসন। ১টি করে উইকেট নেন গ্রিন, জর্ডান এবং কুমার।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৯৯/৬(২০ ওভার)
ম্যাক্সওয়েল ৬৮(৩৩), প্লেসিস ৬৫(৪১)
জেসন ৩/৩৬

মুম্বাই ইন্ডিয়ান্সঃ ২০০/৪(১৬.৩ ওভার)
সূর্য ৮৩(৩৫), নেহাল ৫২(৩৪)
বিজয়কুমার ২/৩৭

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here