Google search engine

আইপিএলে ইতিহাস গড়া ম্যাচে হায়দরাবাদের জয়। সানরাইজার্স হায়দরাবাদ আজ বিশাল সংগ্রহ পেয়েছে। যা আইপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এছাড়াও দু’দলের যৌথ রানে আইপিএলে সর্বোচ্চ সংগ্রহ ৫২৩ রানের সংগ্রহ হলো। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহও (৫২৩ রান) এটি।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে মুম্বাই। দলীয় ৫৬ রানে ইশান-কিশানকে ফেরান শাহবাজ আহমেদ। কিছু সময় পর রোহিতও ফিরেন ২৬ রানে। তৃতীয় উইকেটে তিলক-নামান জুটি কিছুটা রানের চাকা গড়িয়ে নেন। তিলকের ব্যাটে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস আসে। বাকিদের মাঝে কেবল টিম ডেভিড ৪২ রানের ইনিংস খেলেন। মুম্বাই থামে ২৪৬ রানে। হায়দরাবাদ ৩১ রানে জয় পায়।

দলের হয়ে ২টি করে উইকেট নেন কামিন্স এবং উনাদকাট। ১ উইকেট নেন শাহবাজ।

বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও দলীয় অর্ধশতকের আগেই পর্থম উইকেট হারায় সানরাইজার্স। দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মাকে নিয়ে জুটি গড়েন ট্রাভিস হেড। এই দু’জনের ব্যাটেই দ্রুততম অর্ধশতক আসে দলের হয়ে৷ হেড ২৪ বলে ৬২ এবং অভিষেক ২৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেন।

অষ্টম ওভারে হেড ফিরলে মার্করাম এসে দ্রুত ৪২ রানের ইনিংস খেলেন। চতুর্থ জুটিতেও ক্লাসেনের দানবীয় ইনিংস দেখে ক্রিকেট বিশ্ব। ৩৪ বলে ৪ চার এবং ৭ ছক্কায় ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্লাসেন। হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে রেকর্ড ইনিংস ২৭৭ রানের সংগ্রহ পায়। দলের হয়ে ১টি করে উইকেট নেন হার্দিক, কোয়েতজে এবং পিয়ুস।

Google search engine