Google search engine

ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে ২৭ রানে পরাজিত করেছে চেন্নাই সুপার কিংস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। খুব দ্রুত ৩ উইকেট হারায় দিল্লি। ওয়ার্নার(০) সল্ট(১৭) এবং মার্শ(৫) ফিরেন। সঙ্গী হারিয়ে রুশোকে নিয়ে ৫৯ রানের পার্টনারশিপ গড়েন মনীষ। ১৩তম ওভারে মনীষ ফিরলে কিছু সময় পর একই পথে হাঁটেন রুশো। সঙ্গী হারিয়ে অক্ষরকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন রিপল। ১৮তম ওভারে অক্ষর আউট হলে চাপে পড়ে যায় দিল্লি। এরপর আউট হন রিপল এবং ললিত। ২০ ওভার শেষে দিল্লির ইনিংস থামে ১৪০ রানে। চেন্নাই ২৭ রানে জয় পায়। দলের হয়ে ৩ উইকেট নেন পাথিরানা। ২ উইকেট নেন অক্ষর। ১টি করে উইকেট নেন খলীল, ললিত এবং কুলদ্বীপ।

শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় চেন্নাই। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। খুব দ্রুত কনওয়ের(১০) উইকেট হারায় চেন্নাই। রান তখনো খুব একটা বেশিদূর আগায়নি। নতুন করে জুটি গড়লেও বেশিদূর আগায়নি ঋতুরাজের ইনিংস। ইনিংস বড় হয়নি মঈনেরও। ফিরেছেন ৭ রানে। নতুন করে শিভমকে নিয়ে জুটি গড়েন রাহানে। ১২তম ওভারে রাহানে ফিরলে নতুন করে রায়ুডুকে নিয়ে জুটি গড়েন শিভম। ১৫তম ওভারে শিভমও ফিরেন। খানিকপর ফিরেন রায়ুডু। নতুন করে জাদেজাকে নিয়ে জুটি গড়েন ধোনি। শেষ ওভারে মার্শের জোড়া আঘাতে ফিরেন ধোনি এবং জাদেজা। ২০ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান। দলের হয়ে ৩ উইকেট নেন মার্শ। ২টি উইকেট নেন দীপক। ১টি উইকেট নেন জাদেজা।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

চেন্নাই সুপার কিংসঃ ১৬৭/৮(২০ ওভার)
শিভম ২৫(১২), ঋতুরাজ ২৪(১৮)
মার্শ ৩/১৮

দিল্লি ক্যাপিটালসঃ ১৪০/৮(২০ ওভার)
রুশো ৩৫(৩৭), মনীষ ২৭(২৯)
পাথিরানা ৩/৩৭

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here