সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছে ব্যাঙ্গালোর। কোহলি-ফাফ জুটিতে ১৭২ রানের পার্টনারশিপ আসে। ১৮তম ওভারে কোহলি আউট হন। ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলেন কোহলি।
এই জুটিতে দলের জয়কে সহজ করে দেয়। পরবর্তী ওভারে ডু প্লেসিস ও ফিরেন। ৪৭ বলে ৭১ রানের ইনিংস খেলেন প্লেসিস। এরপর ম্যাক্সওয়েল ও ব্রেসওয়েল জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
৪ বল হাতে রেখেই ব্যাঙ্গালোর ৮ উইকেটে জয় পায়। দলের হয়ে ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর এবং নাটারাজন।
শুরুতে টসে জিতে সানরাইজার্সকে ব্যাটিংয়ে পাঠায় ব্যাঙ্গালোর। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সানরাইজার্সের। খুব দ্রুত ২ উইকেট হারায় সানরাইজার্স।
৩য় উইকেট জুটিতে কালাসেনকে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন মার্করাম। ১৩তম ওভারে মার্করাম ফিরেন। নতুন করে ব্রুককে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন কালাসেন। ১৯তম ওভারে কালাসেন ফিরেন। ৫১ বলে ১০৪ রান করেন কালাসেন।
শেষ ওভারে ফিলিপসের উইকেট হারায় সানরাইজার্স। নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৬ রানের সংগ্রহ পায় সানরাইজার্স। দলের হয়ে ২ উইকেট নেন ব্রেসওয়েল।