Google search engine

রবিবার (২৮ মে) আহমেদাবাদে আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গুজরাট টাইটান্স এবং চেন্নাইয়ের মধ্যকার লড়াই দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল ফাইনাল ম্যাচটি। কিন্তু ভারী বর্ষণ এবং বজ্রপাতের কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি৷ ম্যাচটি সোমবার রিজার্ভ ডে তে গড়িয়েছে।

১৬ বছরের আইপিএল ইতিহাসে প্রথমবারের মত আইপিএল ফাইনাল রিজার্ভ ডেতে গড়াল। ম্যাচটি রিজার্ভ ডে তে একই সময়ে অনুষ্ঠিত হবে।

টসের প্রায় আধঘন্টা আগে ভারী বৃষ্টিপাত শুরু হয়। টানা বৃষ্টির পর বর্ষণ থামলে সমর্থকদের সবার মাঝে আশার সঞ্চার হয় ম্যাচটি হবে। কিন্তু আবার খানিকবাদে বৃষ্টির তান্ডব শুরু হয়। হাজার হাজার সমর্থকরা ফিরেছেন হতাশা জর্জরিত হয়ে।

ভারী বর্ষণে মাঠ ভিজে যাওয়াতে ম্যাচটি তখনকার মত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যা পরদিন রিজার্ভ ডে তে অনুষ্ঠিত হবে বলে জায়ান্ট স্ক্রিনে ঘোষণা দেওয়া হয়।

সোমবার (২৯ মে) সন্ধ্যা ৭:৩০ এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আবহাওয়া বার্তা অনুযায়ী সোমবারও বৃষ্টি হওয়ার খানিকটা (১০%) সম্ভাবনা রয়েছে।

চেন্নাই মুম্বাইয়ের পর ৫ম শিরোপার জন্য লড়ছে। আর গুজরাট টানা ২য় শিরোপার জন্য লড়ছে। জয়ের লক্ষ্যে দু’দল মুখিয়ে আছে। বাকিটা ম্যাচ মাঠে গড়ালে ফলাফল নির্ধারিত হবে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here