বর্তমানে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
বাংলাদেশ- ১৩৯/৭ (৩২.৫ ওভার) (তামিম ১৩, লিটন ২৬, শান্ত ১২, সাকিব ১৪, হৃদয় ৪১*, মুশফিক ১, আফিফ ৪, মিরাজ ৭)
আফিফ হোসেন! যাকে একসময় বাংলাদেশের বিপর্যয়ে নির্ভরতার প্রতীক মনে করা হত। কিন্তু সময়ের সাথে যেন আফিফ মিলিয়ে যাচ্ছেন কালের গহীনে। বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ঘরের মাঠে আইরিশ সিরিজে একাদশে জায়গা পাননি। এরপর কিছুসময় স্কোয়াডেই ছিলেন না। এ নিয়ে বেশ সমালোচনার মুখোমুখিও হয়েছেন আফিফ। আফিফের পর জুটি গড়তে যেয়ে মাঝপথে ফিরেছেন মিরাজও।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন আফিফ। কিন্তু ফিরেও যেন হতাশায় ডুবালেন সমর্থকদের। রশিদের বলে লেগ বিফোর হয়ে ফিরেছেন তরুণ এই ব্যাটার। শুরুতে আউট দেওয়া না হলেও রিভিউ নেওয়ার পর আউট হন তিনি। ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
এক পশলা বৃষ্টি শেষে মাঠে ফেরার পর লিটন ও শান্ত ফিরেন পরপর আউট হয়ে। এরপর সাকিব-হৃদয়ে নতুন করে ভরসা করা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভাগ্য যেন বিপরীতেই ছিল। আজমতউল্লাহর বলে সাকিব ফিরেন মাত্র ১৪ রানের ইনিংস খেলে। সাকিবের পরপর ফিরেছেন মুশফিকুর রহিমও। রশিদ খানের বলে ১ রান করে বোল্ড হয়ে ফিরেন মুশফিক।