আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মাঝরাতে অধিনায়কের ক্ষুদে বার্তা তিনি প্রেস কনফারেন্স করবেন। এরপর থেকেই তামিম কি সিদ্ধান্ত নিবে তা নিয়ে ক্রিকেট পাড়া তোলপাড়। কেউ বলছিলেন অধিনায়কত্ব ছাড়বেন, আবার কেউ বলছিলেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন।
সব গুঞ্জন, তর্ক-বিতর্ক ছাড়িয়ে তামিম অবসরের ঘোষণা দিলেন। নিজ শহরেই নিজের শেষ ম্যাচ খেললেন তিনি। জানালেন আফগানিস্তানের সাথে সিরিজের প্রথম ওয়ানডেটাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
তামিমের বিদায়ে সমর্থকদের মত ব্যথিত সতীর্থরাও। এমন অকস্মাৎ বিদায়ে হতবাক সবাই। সতীর্থরা নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের ভেরিফায়েড পেইজে টাইগার পেসার তাসকিন লিখেছেন, ‘মাঠ আর মাঠের বাইরে আপনার সঙ্গে লম্বা একটা পথচলায় আমাদের অজস্র স্মৃতি ছিল। একজন ভাই এবং ক্যাপ্টেন হিসেবে আপনি যতখানি সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’
তাসকিনের মতোই স্মৃতিচারণ করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। খেলা এবং জীবন নিয়ে তামিমের কাছ থেকে পাওয়া শিক্ষার কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়েছেন সবরকমের সহযোগিতার জন্য।
তরুণ পেসার শরীফুল ইসলামের স্ট্যাটাসেও ছিল আক্ষেপের সুর। তিনি লিখেন- ‘অনেক ছোট ছিলাম যখন ক্রিকেট খেলাটা বুঝতে শুরু করি তখনই তামিম ভাইয়ের খেলা দেখতাম অনেক ভালো লাগতো তখন ভাবিনি তামিম ভাইয়ের সাথে খেলার সৌভাগ্য আমার হবে। আমার অভিষেক ম্যাচ টাও তামিম ভাইয়ের অধিনায়কত্বও খেলতে পেরেছি। আমি গর্বিত একজন কিংবদন্তি ক্রিকেটারের সাথে ক্রিকেট খেলায় সুযোগ হয়েছে। অনেক মিস করবো আপনাকে আন্তর্জাতিক ক্রিকেট তামিম ইকবাল ভাইয়া।’
আক্ষেপ ঝরেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের কণ্ঠে। ‘লাল সবুজ জার্সিতে আপনার সাথে আর বাংলাদেশ দলে খেলা হবে না’- এমন আক্ষেপ ছিল তার স্ট্যাটাসে।
জাতীয় দলের রাডারের বাইরে থাকা পেসার রুবেলের লেখাতেও ছিল আক্ষেপ আর হতাশা। রুবেল লিখেন, ‘কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এভাবে বিদায় জানাবেন কখনো ভাবতে পারিনি আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি কি বলবো ভাই কিছু বলার ভাষা নাই। শুভকামনা আপনার জন্য সব সময় ভাই।’
তামিমের এমন বিদায়ে ব্যতীত তার দীর্ঘ দিনের সতীর্থ মুশফিকুর রহিমও। তিনি লিখেন, ‘আমরা অনেক স্মৃতি ভাগ করেছি, অনেক কৃতিত্ব উদযাপন করেছি, একসাথে জিতেছি আর অনেক ভালো-খারাপ মুহূর্তের সাক্ষী হয়েছি। ভাবতেই কষ্ট হচ্ছে যে আমরা আর একসাথে ড্রেসিং রুম শেয়ার করবোনা আর দেশকে জয়ের প্রান্তে নিবনা একসাথে। আমি তোমার সিদ্ধান্তে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছো তার জন্য সাধুবাদ জানাচ্ছি। বিদায় আমার বন্ধু। আমার চোখে তুমি বাংলাদেশে এপর্যন্ত জন্ম নেওয়া সেরা ব্যাটার। আমি সত্যিই তোমার জন্য গর্বিত।’
তামিমকে নিয়ে আবেগাপ্লুত বার্তা দিয়েছেন সাবেক সতীর্থ মাশরাফিও। মাশরাফির দেওয়া বার্তার ক্ষুদে একটি অংশ দেওয়া হলো- ‘দলের ভেতর নানা পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ নির্ভর আলোচনা এখন কে করবে, ঠিক জানি না। হয়তো কেউ করবে। তবে তুই এই জায়গায় সবসময়ই থাকবি সেরাদের সেরা।’