Google search engine

আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ানের নিয়মভঙ্গ করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট ও খেলোয়াড় আজমতউল্লাহ ওমরজাইকে। দু’জনের নামের পাশে যুক্ত হচ্ছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে ৬ উইকেটে পরাজিত হয়ে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে আফগানরা। সিরিজ হারের পর এবার নতুন দুঃসংবাদ এলো আফগান শিবিরে।

দ্বিতীয় ম্যাচে মাঝপথে বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। বৃষ্টি থামার পর ওভার কেটে ১৭ ওভার করাতে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় আফগান কোচ ট্রটকে। আম্পায়ারদের সাথে প্রতিক্রিয়া দেখান তিনি। এ কারণেই জরিমানা গুনতে হচ্ছে তাকে।

অন্যদিকে আজমতউল্লাহ ওমরজাই ১৫তম ওভারে তাওহীদ হৃদয়কে আউট করে তার দিকে লক্ষ্য করে খারাপ ব্যবহার করেন। এতে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ হয়েছে। এ কারণে তাকেও জরিমানা করা হয়েছে।

দু’জনকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত ২৪ মাসে এই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন দুজন। শাস্তি মেনে নেয়ায় নতুন করে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here