আসন্ন অক্টোবরেই ভারত মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগেই সূচীতে পরিবর্তন এনেছে আইসিসি। ৯টি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এসেছে। যার মধ্যে বাংলাদেশের ম্যাচ ৩টি।
গত জুন মাসে প্রথমবার সময়সূচি ঘোষণা করে আইসিসি। এরপর থেকেই সূচি নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়। তখন বিসিসিআই সভাপতি সূচি পরিবর্তনের ইঙ্গিত দেন। এবার সত্যিই সূচিতে এসেছে পরিবর্তন।
সূচি প্রকাশের পর ভারত-পাকিস্তানের ম্যাচের সূচি পরিবর্তনের রব উঠে। আগের সূচিতে ১৫ অক্টোবর আহমেদাবাদে ম্যাচটি হওয়ার কথা থাকলেও। নতুন সূচিতে একদিন এগিয়ে ১৪ অক্টোবরে নিয়ে আসা হয়েছে। যার ফলে আগের সূচিতে থাকা বাংলাদেশের সেদিনের ম্যাচটিও এগিয়েছে একদিন। ম্যাচটি দিবারাত্রির ম্যাচ হবে।
১৩ অক্টোবর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তারিখ দুপুরে থাকা ইংল্যান্ড-আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি হবে ১৫ অক্টোবর, দিল্লিতে। এ ছাড়াও হায়দ্রাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রোটিয়াদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি ১২ অক্টোবর হবে। ধর্মশালায় হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটির সময় পরিবর্তিত হয়ে একই দিনে সকাল ১০:৩০ (স্থানীয় সময়) মিনিটে শুরু হবে।
লিগ পর্বের শেষের দিকে, ১২ নভেম্বর ডাবল-হেডারের ম্যাচগুলোতেও তিনটি পরিবর্তন এসেছে। বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১২ নভেম্বর হওয়ার কথা থাকলেও সেটি হবে ১১ নভেম্বর। ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি একই দিনে কলকাতায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ম্যাচ সকালে শুরু হলে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ হবে দিবারাত্রির। এদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচটি এখন ১১ থেকে ১২ নভেম্বরে পরিবর্তিত হয়েছে। সব মিলিয়ে মোট ৯ ম্যাচের পরিবর্তনসহ বুধবার চুড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি।