বাংলাদেশকে ৩৬৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংরেজরা। আর এর মধ্যেই ৪টি উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে বোলিং নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার বেয়ারস্টো এবং মালান। এই জুটিতে ১১৫ রানের পার্টনারশিপ আসে। ১৮তম ওভারে সাকিবের আঘাতে ৫২ রানের ইনিংস খেলে ফিরেন বেয়ারস্টো।
সঙ্গী হারিয়ে রুট কে নিয়ে নতুন করে জুটি গড়েন মালান। এই জুটিতে ইংল্যান্ডের সংগ্রহ আড়াইশো ছাড়িয়ে যায়। এরপর মালান ব্যক্তিগত ১৪০ রানের ইনিংস করে ফিরেন। এক পাশে তখনও রুট ক্রিজ আগলে ছিলেন। যদিও বাকিরা ফিরেছেন দ্রুতই। সব মিলিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ৩৬৫ রান।
দলের হয়ে ৪টি উইকেট নেন মাহদী। ৩টি উইকেট নেন শরীফুল। তাসকিন এবং সাকিব ১টি করে উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় সংগ্রহ অর্ধশতকে পৌঁছানোর আগেই বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছে। শুরু থেকেই টপলি চেপে বসেছেন বাংলাদেশকে। আগের ম্যাচে ফর্মে থাকা শান্ত ফিরেছেন শূন্য রানে। সাকিব, তামিমও ফিরছেন ১ রানে। মিরাজও ফিরেছেন ৮ রানে। জিততে হলে উইকেটে সেট হয়ে বড় কোন পার্টনারশিপ গড়ার বিকল্প নেই।