Google search engine

৪০০ রানের পাহাড়সম লক্ষ্য তাও অজি বোলারদের বিপক্ষে। এযেন ডাচদের জন্য বিশাল পাহাড়ই বটে। আর ফলাফলও কথা বলেছে অজিদের পক্ষেই। ৩০৯ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছেন অজিরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯০ রানে গুটিয়ে গেছে ডাচরা। শুরুটা যদিও ভালোই করেছিল ডাচ ওপেনাররা। কিন্তু তাদেরকে বেশিক্ষণ থিতু হতে দেননি স্টার্ক। তার বলে বোল্ড হয়ে ফিরেন ম্যাক্স। এরপর রান আউট হয়ে ফিরেন বিক্রমজিত।

বাকিরা কেউ ক্রিজে ঠিকভাবে দাঁড়াতে পারেননি। একে একে ফিরেছেন কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বিকরা। শেষ পর্যন্ত ৯০রানে থেমেছে ডাচদের ইনিংস। অজিরা ৩০৯ রানের বড় জয় পায়। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা চারটি, মিচেল মার্শ দুটি উইকেট নেন। স্টার্ক, হ্যাজলউড এবং কামিন্স ১ট করে উইকেট নেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মার্শ ফিরেন দ্রুতই। এরপর স্মিথকে নিয়ে ১৩২ রানের জুটি গড়েন ওয়ার্নার। আরিয়ান এসে স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। সঙ্গী হারালেও নতুন জুটি গড়তে দেরি করেননি ওয়ার্নার। ল্যাবুশ্যেনকে নিয়ে দলীয় সংগ্রহ দুশো পেরিয়ে আগাতে থাকেন। যদিও অর্ধশতকের পর ফিরেছেন ল্যাবুশ্যেন।

ওয়ার্নারের ব্যাটে শতক আসে। এদিন ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন ম্যাক্সওয়েলও। মাত্র ৪৪বলে শতরানের ইনিংস খেলে দলের সংগ্রহ বাড়িয়েছেন। শেষ পর্যন্ত অজিদের ইনিংস থামে ৩৯৯ রানে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here