চট্টগ্রামে পাকিস্তান নারী দলের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এরই সাথে ১ম্যাচ হাতে রেখেই ২-০তে টি-২০ সিরিজ জিতে নিয়েছে বাঘিনীরা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ওভারেই ফিরেন ওপেনার নাথালিয়া। এরপর ধীরগতিতে আগাচ্ছিল পাকিস্তান। ৭ম ওভারে সিদ্রা আমিন ফিরেন। এরপর মাত্র ১২ রান যোগ করে ফিরেন মুনিবা।
বাকিরাও খুব একটা রান পাননি৷ কেউ এসে বেশি সময় ক্রিজে থিতু হতে পারেননি। কেবলমাত্র বিসমাহ মারুফের ব্যাটে ৩০ রানের ইনিংস এসেছে। বাকিরা বিশেষ কোন ফিগার পূর্ণ করতে পারেননি। পাকিস্তানের ইনিংস থামে ১০০ রানে।
দলের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা এবং রাবেয়া। ১টি করে উইকেট নেন মারুফা এবং ফাহিমা।
শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। যদিও ওপেনিং জুটি বেশিক্ষণ আগায়নি। দলীয় ৩১ রানে শামিমা ফিরলে এর কিছুসময় পর ফিরেন সুবহানা এবং মুর্শিদা।
এরপর স্বর্ণাকে নিয়ে জ্যোতি কিছুটা ইনিংস টেনে নিয়ে যান। যদিও এদিন কোন জুটিই খুব বেশিদূর আগায়নি। তবে দুজন বাদে সবাই দু’অঙ্কের ঘর ছুঁয়েছেন। বাংলাদেশের ইনিংস থামে ১২০ রানে।
দলের হয়ে ২টি উইকেট নেন ডায়না। ১টি করে উইকেট নেন সাদিয়া, নাসরু এবং হানি।