সিলেট টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লঙ্কানরা। মমিনুলের ধারাবাহিক ইনিংসের পরও শেষ রক্ষা হয়নি টাইগারদের।
চতুর্থ দিন সকালে প্রথমদিকেই তাইজুল ফিরেন। ভুল ডেলিভারিতে ফিরেন তাইজুল। রিভিউ নিয়েও কাজ হয়নি। ৫০ রানে ৬ উইকেট যাওয়ার পর বাংলাদেশের অবস্থা বেশ খারাপ ছিলল। সেখান থেকে মমিনুল-মিরাজ জুটি দলকে টেনে তুলেন।
দলীয় ১১৭ রানে মিরাজ ফিরলে এই জুটি ভাঙে। প্রথম সেশন শরিফুলকে নিয়ে শেষ করেন মমিনুল। মমিনুলের ব্যাটে অর্ধশতক আসে দ্বিতীয় সেশনে। এই জুটি ভাঙে ৪৭ রানে। পরপর ফিরেন খালেদও। রাজিথার ৫ উইকেটের লক্ষ্য পূরণ হয়।
দ্রুত নাহিদ রানার উইকেটও হারায় বাংলাদেশ। ১৪৮ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল।
এর আগে প্রথম ইনিংসে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের শতকে ২৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৮ রান। দ্বিতীয় ইনিংসেও শতরান করেন ধনঞ্জয়া ও কামিন্দু। শ্রীলঙ্কা ৪১৮ রান সংগ্রহ করে। বাংলাদেশের সামনে ৫১১ রানের বড় লক্ষ্য দাঁড়ায়। রেকর্ড লক্ষ্য তাড়া করতে গিয়ে তৃতীয় দিন বিকেলেই ৪৭ রানে পাঁচটি উইকেট হারায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ২৮০/১০ (৬৮ ওভার)
ধনঞ্জয়া ডি সিলভা ১০২, কামিন্দু মেন্ডিস ১০২
খালেদ ৩/৭২, নাহিদ রানা ৩/৮৭
বাংলাদেশ (প্রথম ইনিংস): ১৮৮/১০ (৫১.৩ ওভার)
তাইজুল ৪৭, লিটন ২৫,
ফার্নান্দো ৪/৪৮, লাহিরু ৩/৩১, রাজিথা ৩/৫৬
শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস): ৪১৮/১০
কামিন্দু ১৬৪, ধনঞ্জয়া ১০৮
মিরাজ ৪/৭৪
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ১৮২/১০
মুমিনুল ৮৭*, মিরাজ ৩৩
রাজিথা ৫/৫৬, কুমারা ৩/৩৬