Google search engine

 

আইপিএলের ৩৪তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে পরাজিত করেছে লক্ষ্ণৌ। চেন্নাইয়ের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য ৬বল বাকি রেখেই তুলে নিয়েছে লক্ষ্ণৌ।

উড়তে থাকা চেন্নাইকে ঘরের মাটিতে বেশ সহজভাবেই পরাজিত করেছে লক্ষ্ণৌ। ওপেনিং জুটির শতরানের বেশি পার্টনারশিপ লক্ষ্ণৌর জয় সহজ করে দেয়।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে লক্ষ্ণৌ। ওপেনিং জুটির ১৩৪ রানের পার্টনারশিপ লক্ষ্ণৌর জয় অনেকটা সহজ করে দেয়। ৫৪ রানের ইনিংস খেলে ডি কক ফিরলে পুরানকে নিয়ে ইনিংস আগাতে থাকেন কেএল রাহুল। ৮২ রানে রাহুল ফিরলেও দলের জয় তখন প্রায় নিশ্চিত। যার ফলে ৮ উইকেটেই সহজ জয় পায় লক্ষ্ণৌ। দলের হয়ে ১টি করে উইকেট নেন মুস্তাফিজ এবং পাথিরানা।

শুক্রবার টসে জিতে ফিল্ডিং নেয় লক্ষ্ণৌ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। রাচীন রবীন্দ্র ফিরেছেন শূন্য রানে। এরপর রাহানের ৩৬ রান, জাদেজার ৫৭ রান, মঈন আলীর ৩০ রান এবং ধোনির ২৮ রানের ক্যামিও ইনিংসে ১৭৬ রানের মাঝারি সংগ্রহ পায় চেন্নাই। দলের হয়ে ২ উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। ১টি করে উইকেট নেন মহসিন, ইয়াশ, রবি এবং স্টয়নিস।

Google search engine