Google search engine

বিপিএলের দিনের প্রথম ম্যাচে বরিশালকে পরাজিত করেছে রংপুর রাইডার্স। বরিশালের দেয়া ১৯৮ রানের লক্ষ্য টপকে জয় তুলে নেয় রংপুর।

শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে যায় বরিশাল। ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু পায় বরিশাল। ৪১ রান করে শান্ত ফিরলে মায়ার্স কে নিয়ে জুটি গড়েন তামিম৷ তামিমের ব্যাটেও ৪০ রান আসে। বাকিরা কেউ খুব বড় ইনিংস না খেললেও মায়ার্স অর্ধশতরানের ইনিংস খেলেন। যার উপর ভর করে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে রাব্বি সর্বোচ্চ ২টি উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। রানে থাকা অ্যালেক্স হেলস ফিরেন ১ রানে। তবে তৌফিকের ৩৮ রান, ইফতিখারের ৪৮ রান, খুশদিলের ৪৮ রান এবং সোহানের ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে রংপুর। শেষ ওভারে সোহানের ৩০ রানের দানবীয় ইনিংস রংপুরের জয় সহজ করে দেয়। রংপুর ৩ উইকেটে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জাহানদাদ খান।

Google search engine