Google search engine

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। নেপালের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারেই জয় তুলে নিয়েছে।

শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের। পুরো ইনিংস লক্ষ্য করলেই দেখা যায় নেপালের ইনিংস খুব একটা ভালো যায়নি। কেবলমাত্র আকাশ ত্রিপাঠি ৪৩ রানের একটি ইনিংস খেলেন। আর কেউ ত্রিশের গন্ডি পেরোতে পারেনি। যার ফলে নেপাল ৪৫.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে কেবল ১৪১ রান সংগ্রহ করে। দলের হয়ে ২টি করে উইকেট নেন ফাহাদ, ইমন এবং রিজান। সাদ, রাফি এবং তামিম ১টি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ১টি উইকেট হারায় বাংলাদেশ। আগের ম্যাচে অর্ধশতক করা কালাম সিদ্দিকী এদিন ফিরেছেন শূন্য রানে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিমকে নিয়ে জুটি গড়েন জাওয়াদ। এই জুটিতে ৯০ রানের পার্টনারশিপ হয়। যা দলের জয় অনেকটা সহজ করে দেয়। যদিও জাওয়াদ ফেরার পর কেউ বেশিদূর যেতে পারেনি। ৬৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন জাওয়াদ। শিহাব শূন্য রানে, ফরিদ ১৩ রানে এবং রিজান শূন্য রানে ফিরেন। তবে একপাশ আগলে রেখে অর্ধশতক করেন অধিনায়ক তামিম। ৭২ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে ৫ উইকেট হাতে রেখেই দলের হয় নিশ্চিত করেন তামিম। নেপালের হয়ে একাই ৪টি উইকেট তুলে নেন যুবরাজ।

Google search engine